ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাসের চার ‘রাজা’র মধ্যে একজনের গোঁফ থাকেনা, কারণ কী?    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:১০, ৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তাসের ৫২টি কার্ডের মধ্যে চারটি রাজা। এ আর নতুন কি! ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’। শোনা যায় তাসের ঘরের এই চার রাজার প্রতীক  প্রাচীনকালের চার মহান রাজাকেই প্রতিনিধিত্ব করে। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন কি? এরমধ্যে একটি রাজারই কেবল গোঁফ নেই! 

কিং অব স্পেডস এ যার ছবি রয়েছে, মনে করা হয় তিনি ইজরায়েলের রাজা ডেভিড। কিং অব ক্লাবস এ যার ছবি রয়েছে তিনি ম্যাসিডোনিয়ার রাজা সিকন্দর দ্য গ্রেট। কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, মনে করা হয় তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অব হার্টস এ যে ছবি রয়েছে, তিনি ফ্যাঙ্ক রাজা শার্লেম্যান। এই শার্লেম্যানের গোঁফটিই কেন নেই সেটিই জানবো এবারে। 

চার কার্ডে এই চার ধরনের প্রতীক প্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি ব্যক্তি এই প্রতীকের ব্যবহার শুরু করেন। 

দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী, ষোড়শ শতকে তাসের ৫২টি কার্ডের যখন নকশা করা হচ্ছিল, তখন ভুলবশত কিং অব হার্টস এর ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। 

তার পর থেকে ভালোবাসার রাজা চলছেন গোঁফ ছাড়াই। ছবিটি আর বদল না করার পেছনেও নাকি রয়েছে আরেক কাহিনি। 

অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখনও ভালোবাসার রাজার নাকের নিচে  জোড়া লাগেনি গোঁফ। 

এর কারণ হিসাবে প্রচলিত রয়েছে, ফ্যাঙ্কদের রাজা শার্লেম্যান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি গোঁফ কেটেও ফেলেছিলেন। 

এই কারণেই নাকি শেষ পর্যন্ত সম্রাট শার্লেম্যানের প্রতীক হিসাবে ‘কিং অব হার্টস’ এর ছবিতে গোঁফ জোড়েননি সেই শিল্পী। 

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি